Best Abacus and Mental Arithmetic program’s brand “Smart Brain” Bangladesh, Moghbazar branch

Powered by Blogger.

স্মার্ট ব্রেইন বাংলাদেশ - মগবাজার শাখা

স্মার্ট ব্রেইন বাংলাদেশ - মগবাজার শাখা

Tuesday, September 17, 2019

আপনার ৫ থেকে ১৫ বছরের শিশুর মেধা বিকাশে স্মার্ট ব্রেইন বাংলাদেশ এ ভর্তি চলছে - এডমিশন ফি তে চলছে ৩০% ডিসকাউন্ট

0 comments
এই অফারটি শুধুমাত্র অক্টোবর মাস পর্যন্ত (আসন সংখ্যা সীমিত)
আপনার শিশুর মস্তিষ্কের পুরো সম্ভাবনা কাজে লাগিয়ে তাকে অধিক সৃজনশীল, মেধাবী, মনোযোগী ও ব্যক্তিত্ব সম্পন্ন করে তুলতে "স্মার্ট ব্রেইন বাংলাদেশ"-এ ভর্তি চলছে।
স্মার্ট ব্রেইন হল- অ্যাবাকাস ও মেন্টাল এরিথমেটিক প্রোগ্রাম, একটি সুনিয়ন্ত্রিত মস্তিষ্ক উদ্দীপক প্রশিক্ষণ; যা মস্তিষ্কের ডান ও বাম দিকের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করে।
"স্মার্ট ব্রেইন" থাইল্যান্ডে ১৯৯৬ সালে শুরু হয়ে বিশ্বের মোট ১৮ টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে এবং সারা বিশ্বে ৫,০০,০০০ এর অধিক শিশু স্মার্ট ব্রেইন প্রোগ্রামের মাধ্যমে অ্যাবাকাস ও মেন্টাল এরিথমেটিক সফলভাবে চর্চা করছে।
শিশুদের শেখার এই শ্রেষ্ঠ সময় যেন কোনভাবেই অপচয় না হয় এবং তাদের যেন একটি সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত হয়, তাই আমরা আপনাকে আমন্ত্রণ জানাই বাংলাদেশে স্মার্ট ব্রেইন প্রোগ্রামে শামিল হতে।
আমরা নিশ্চিত এর ফলাফল আপনার প্রত্যাশা ছাড়িয়ে যাবে।
স্মার্ট ব্রেইনের বিশেষত্বঃ
◾️শিশুর বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
◾️যুক্তিপ্রবণ মানসিকতার বিকাশ ঘটে।
◾️গণনার প্রতি মনোযোগ সৃষ্টি ও উপলদ্ধি ক্ষমতার বিকাশ ঘটে।
◾️কল্পনা শক্তির উন্নতি ঘটে।
◾️স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
◾️সঠিক বিচার-বিবেচনাবোধ তৈরি হয়।
◾️শ্রেণীকক্ষের সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করা যায়।
◾️শ্রবণ, দর্শন, স্পর্শ ও কল্পনা এ ৪ টি বোধশক্তি বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিত্বের উন্নয়ন ঘটে।
◾️স্মার্ট ব্রেইনে অনুশীলনের জন্য দৈনিক মাত্র ১৫ মিনিট সময়ই যথেষ্ট, তাই শিক্ষার্থীদের স্কুলের দৈনিক পড়াশুনায় বাড়তি চাপ নয় বরং সহায়ক ভূমিকার পাশাপাশি দৈনিক পড়াশুনার চাপ কমিয়ে শিক্ষামূলক বিনোদনের যোগান দেয়।
◾️প্রতি সপ্তাহে ২ ঘণ্টার মাত্র একটি করে ক্লাস।
◾️ প্রতি ক্লাসে সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থীর জন্য কমপক্ষে ১ জন সার্টিফাইড ট্রেইনার।
◾️ বাংলাদেশে একমাত্র স্মার্ট ব্রেইন-ই অ্যাবাকাস ও মেন্টাল এরিথমেটিক প্রোগ্রামের সবচেয়ে এডভান্সড মেথডটি ব্যবহার করে ছন্দের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে। যার ফলে শিক্ষার্থীরা অনেক দ্রুত শিখতে পারে।
◾️ শিক্ষার্থীদের ৯ টি লেভেলের প্রতি লেভেলে প্রদান করা হবে সরাসরি স্মার্ট ব্রেইন হেডকোয়ার্টার্স থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা অরিজিনাল কোর্স মেটেরিয়ালস ও প্রতি লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবেন থাইল্যান্ড থেকে ইস্যু করা আন্তর্জাতিক সনদ। এছাড়াও রয়েছে প্রতিবছর অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
(সময়ঃসকাল ১০ টা থেকে রাত ৮ টা)
কর্পোরেট অফিস ও মোহাম্মদপুর সেন্টারঃ ৩২/৮, (২য় তলা) পশ্চিম তাজমহল রোড, ব্লক-সি, (টোকিও স্কয়ার এর বিপরীতে, প্রিন্স বাজারের পিছনের রাস্তা), মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ।
📞 01713041700, 01713041773
মিরপুর সেন্টার ১ঃ চেতনা মডেল একাডেমী স্কুল এন্ড কলেজ, প্লটঃ ২, রোডঃ ৪, ব্লক-বি, সেকশনঃ২, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
📞 01306769230, 01306769231
মগবাজার শাখা: ১২৯, অগ্রণী আল-মনোয়ারা এপার্টমেন্ট, বি-৫, রমনা সেঞ্চুরি এভিনিউ গলি, বড় মগবাজার, ঢাকা-১২০৫
📞 01714023346, 01714023347, 01817005175

No comments:

Post a Comment